দুর্গাপূজা মানেই অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্য সাজ-পোশাক, নানা পদের খাবার আর আনন্দের ছুটোছুটি। তবে উৎসবের এই দিনগুলোতে তার মন বারবার ফিরে যায় রাজশাহীতে কাটানো শৈশবের দিনগুলোতে।
এবারের পূজা নিয়ে মিম জানান, প্রতি বছরের মতো এবারও তিনি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত। উপহার হিসেবে এত শাড়ি পেয়েছেন যে, নিজের জন্য কেনাকাটার তেমন সুযোগই পাননি। তিনি বলেন, “পূজার জন্য মাত্র একটি শাড়ি কিনেছি। আরও কিছু পছন্দের তালিকায় ছিল, কিন্তু তার আগেই এত উপহার পেয়েছি যে আর কেনা হয়নি। সবগুলোই আমার পছন্দের রঙের, যা আমার জন্য বিশেষ সারপ্রাইজের মতো।”
উৎসবের সময়টা পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটলেও, কাজের ব্যস্ততার কারণে মিমের পূজার দিনগুলো কাটছে বেশ ছুটোছুটির মধ্য দিয়ে। রাজশাহী থেকে ঢাকা ফিরে আবার কুমিল্লায় যেতে হবে তাকে। তবে এই ব্যস্ততাকেও উপভোগ করেন তিনি।
পূজার আনন্দের কথা বলতে গিয়ে মিম স্মৃতিচারণ করেন ছোটবেলার ‘প্রণামি’ বা বকশিশ পাওয়ার মুহূর্তগুলোর। তিনি হাসতে হাসতে বলেন, “আগে সবার কাছে গিয়ে প্রণামি চাইতাম। কেউ কম দিলে নিতাম না। এখন আর সেই আবদার নেই, বরং আমাকেই বেশি দিতে হয়।”
সাজ-পোশাকের পাশাপাশি পূজার খাবারের প্রতিও তার রয়েছে বিশেষ আকর্ষণ। মিম বলেন, “এই সময়টা পছন্দের খাবারগুলো বেশি রান্না করা হয়, যা আমি বেশ উপভোগ করি।”
পূজার ব্যস্ততা শেষে নিজেকে একটু ছুটি দিতে চান এই অভিনেত্রী। সবশেষে তিনি জানান, উৎসবের পর তিনি দেশের বাইরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন।
Leave a Reply