ভারতে চলমান নারী প্রিমিয়ার লিগের (WPL) চতুর্থ আসরে বড় এক সিদ্ধান্ত নিয়েছে লিগ কর্তৃপক্ষ। আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য নবি মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (NMMC) এবং বৃহন্মুম্বই পুরসভার (BMC) নির্বাচনের কারণে নিরাপত্তার স্বার্থে টুর্নামেন্টের দুটি ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মূলত নির্বাচনের কাজে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকায় স্টেডিয়ামে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না বলে বিসিসিআইকে (BCCI) জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।
এর আগে গত ৯ জানুয়ারি জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাঠে গড়ায় ২০২৬ সালের নারী আইপিএল। টুর্নামেন্টের প্রথম লেগের খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। তবে নির্বাচনের ডামাডোলে আগামী ১৪ ও ১৫ জানুয়ারির ম্যাচগুলোতে গ্যালারিতে কোনো দর্শক প্রবেশের অনুমতি থাকছে না।
লিগ সূচি অনুযায়ী, আগামী ১৪ ও ১৫ জানুয়ারি ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হাই-ভোল্টেজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে: ১৪ জানুয়ারি (বুধবার): দিল্লি ক্যাপিটালস বনাম ইউপি ওয়ারিয়র্স। ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার): মুম্বাই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্স।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, “১৫ তারিখ মুম্বাইয়ে স্থানীয় নির্বাচন। তাই নির্বাচনের দিন এবং আগের দিন (১৪ জানুয়ারি) জনসমাগম এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দর্শকশূন্য মাঠে খেলা চালানোর কথা ভাবছি।”
১৪ ও ১৫ জানুয়ারির বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হলেও ১৬ জানুয়ারি গুজরাট জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা রয়েছে। ১৬ তারিখের টিকিট বিক্রি বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে বন্ধ রাখা হয়েছে। তবে বিসিসিআই আশা করছে, ১৬ তারিখ থেকে পুনরায় গ্যালারিতে দর্শক ফেরানো সম্ভব হবে। ১৭ জানুয়ারি থেকে টুর্নামেন্টটি স্বাভাবিক ছন্দেই চলবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, এবারের ডব্লিউপিএল-এর প্রথম লেগ নবি মুম্বাইয়ে চললেও টুর্নামেন্টের দ্বিতীয় লেগ এবং নকআউট পর্বের ম্যাচগুলো ভাদোদরার বিসিএ (BCA) স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৫ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের।
