সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে নানা বিতর্ক এবং ফিক্সিংয়ের সন্দেহের ছাপ ছিল। সেই সন্দেহের জেরে এবারের টুর্নামেন্টে বেশ কয়েকজন ক্রিকেটারকে বাইরে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আসন্ন বিপিএলকে ঘিরে বোর্ড কর্তৃপক্ষ এবার কঠোর সতর্ক অবস্থানে রয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল টুর্নামেন্টের শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বোর্ডের কঠোর অবস্থান তুলে ধরেন। তিনি বিশেষ করে মাঠের ভেতরের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
অ্যালেক্স মার্শাল বলেন, “খেলা চলাকালে মুঠোফোন ব্যবহারের কোনো নিয়ম নেই। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে, যেমন—ডাক্তারের জন্য চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থার কারণে, মিডিয়া ম্যানেজারের জন্য কিংবা টিম ম্যানেজারের জন্য মোবাইল ফোন প্রয়োজন হতে পারে। তবে মনে রাখতে হবে, এই অনুমতি কেবল সামাজিক যোগাযোগের জন্য নয়।”
তিনি উল্লেখ করেন, অতীতে এই নিয়ম লঙ্ঘনের ঘটনা দেখা গেছে, যেখানে ভেতরের ও বাইরের যোগাযোগ হতো। মার্শাল আশঙ্কা প্রকাশ করেন যে, “এতে অবৈধ কাজের জন্য ভেতরের তথ্য ব্যবহৃত হতে পারে।”
বিসিবি এবার নিয়ম ভাঙার ক্ষেত্রে কোনো ধরনের আপস করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। মার্শাল কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনি যতই খ্যাতিমান বা ক্ষমতাধর হন না কেন, কেউ এখন নিয়ম ভাঙলেই তার অ্যাক্রিডিটেশন বাতিল করা হবে এবং বিপিএলের বাকি অংশ থেকে সরিয়ে দেওয়া হবে।”
তিনি আরও জানান, “এটা কঠোরভাবে প্রয়োগ করা হবে। সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে, সবাই যেন দুর্নীতি দমন কোড (Anti-Corruption Code) ভালোভাবে দেখে নেন।”
বিসিবির এই কঠোর পদক্ষেপ আসন্ন বিপিএল-এ দুর্নীতির বিরুদ্ধে বোর্ডের দৃঢ় অঙ্গীকারকেই প্রতিফলিত করছে। টুর্নামেন্টের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে বোর্ড কর্তৃপক্ষ বদ্ধপরিকর।
