অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দেশবাসীর প্রতি এক তাৎপর্যপূর্ণ আহ্বান জানিয়েছেন। তিনি বিশেষত ‘মজলুম থেকে জালিম’ বা অত্যাচারী না হওয়ার অনুরোধ করেছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন, “মজলুম থেকে জালিম (অত্যাচারী) হইয়েন না, ফ্যাসিবাদকে আপনার ঘাড়ে চাপতে দিয়েন না।”
তবে তার এই সংক্ষিপ্ত পোস্টটি ঠিক কোন প্রেক্ষাপটে কিংবা কাদের উদ্দেশ করে লেখা হয়েছে, সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি। তার এই মন্তব্যের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনা শুরু হয়েছে।
নেটিজেনদের একটি বড় অংশ মনে করছে, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে বাউল সম্প্রদায়ের ওপর ঘটে যাওয়া হামলা ও নির্যাতনের ঘটনাপ্রবাহের জেরেই তিনি এই বার্তা দিয়েছেন। বিশেষ করে, আজ রাজধানীতে ‘গানের আর্তনাদ’ নামক একটি অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটে।
বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ঘটনায় যারা একসময় নিজেদের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করতেন, তারাই যেন এখন নতুন করে কোনো ধরনের দমনমূলক আচরণ শুরু না করেন—সেই বিষয়েই তিনি সতর্কবার্তা দিয়েছেন। ক্ষমতা বা প্রভাবের পরিবর্তনের ফলে যেন কেউ অত্যাচারী না হয়ে ওঠে, উপদেষ্টার এই বার্তা সেইদিকেই ইঙ্গিত করছে।
