বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের উৎসবমুখর আবহের মাঝে হঠাৎ নেমে এসেছে শোকের কালো ছায়া। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরুর পূর্বমুহূর্তে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ এবং দেশের বিশিষ্ট পেস বোলিং কোচ মাহবুব আলী জাকি। তাঁর এই অকাল প্রস্থানে ক্রীড়াঙ্গনে গভীর শোকের সৃষ্টি হয়েছে। প্রিয় সহকর্মী ও অগ্রজকে হারিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক অত্যন্ত আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ আকবর তাঁর শোক ও স্মৃতিকথা তুলে ধরেন। তিনি লিখেন, “ফোনটা অন করতেই বিসিবির প্রধান চিকিৎসক বুলবুল ভাইয়ের ফোন—স্পেশালিস্ট পেস বোলিং কোচ মাহবুব আলী জাকি ভাই আর নেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিনি হার্ট অ্যাটাক করেন এবং ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।”
মাহবুব আলী জাকির সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত ও পেশাদার সম্পর্কের কথা উল্লেখ করে আসিফ আকবর স্মৃতি রোমন্থন করেন। তিনি বলেন, “জাকি ভাই আমাদের ঠিক ইমিডিয়েট সিনিয়র ক্রিকেটার ছিলেন। আমরা একই মহল্লার বাসিন্দা। তিনি ছিলেন এক অনন্য অন্তঃপ্রাণ ক্রিকেটার। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের বোলিং কোচ হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ঢাকার বড় বড় ক্লাবগুলোতে তিনি দাপটের সঙ্গে খেলেছেন এবং পরবর্তী সময়ে কোচিং ক্যারিয়ারে নিজেকে থিতু করেছিলেন।”
আসিফ আকবর আরও যোগ করেন, “আমাদের শেষ দেখা হয়েছিল কক্সবাজার স্টেডিয়ামে। ছোটবেলা থেকেই জাকি ভাইকে দেখে আসছি, তাঁর সাথে ক্রিকেট খেলারও সুযোগ হয়েছে আমার। তিনি আমাকে খুব আদর করতেন। এমন একজন নিপাট নিরহংকারী ও ভদ্র মানুষের প্রস্থানে আমি ব্যক্তিগতভাবে এবং আমরা সবাই গভীরভাবে শোকাহত।” কুমিল্লা থেকে উঠে আসা এই ক্রিকেট ব্যক্তিত্বের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আসিফ লিখেন, “কুমিল্লার এই কৃতি সন্তান বাংলাদেশের সম্পদ ছিলেন। মহান আল্লাহ তাঁর পরিবারকে এই কঠিন শোক সইবার শক্তি দান করুন। আমিন।”
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সিলেট পর্বে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের ম্যাচ ছিল। ম্যাচ শুরুর আগে মাঠের এক পাশে ক্রিকেটারদের নিয়ে গা গরমের অনুশীলন পরিচালনা করছিলেন মাহবুব আলী জাকি। সেশন চলাকালীন আচমকা অসুস্থবোধ করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে স্টেডিয়ামের মেডিকেল সেন্টারে এবং পরবর্তীতে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, মাঠে থাকা অবস্থাতেই তিনি তীব্র হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন।
মাহবুব আলী জাকির অকাল মৃত্যুতে বিপিএলের আজকের ম্যাচগুলোতে শোকের আবহ বিরাজ করছে। ক্রিকেটার থেকে শুরু করে বোর্ড কর্মকর্তাবৃন্দ—সবাই একজন নিবেদিতপ্রাণ ক্রিকেট গুরুর প্রস্থানে ম্রিয়মান।
