বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নানা সময়ে নেতিবাচক গুঞ্জন শোনা গেলেও, এর সম্পূর্ণ বিপরীত এক অভিজ্ঞতার কথা শোনালেন পাকিস্তান ও রংপুর রাইডার্সের তারকা ক্রিকেটার খুশদিল শাহ। যেখানে অনেক ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে সময়মতো পাওনা পরিশোধ না করার অভিযোগ ওঠে, সেখানে খুশদিল দাবি করেছেন যে বাংলাদেশে খেলে তিনি কেবল নির্ধারিত বেতনই পাননি, বরং পারফরম্যান্সের পুরস্কার হিসেবে অতিরিক্ত বোনাসও নিয়ে গেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) মিরপুরে অনুশীলন সেশন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিপিএলের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে অত্যন্ত ইতিবাচক মন্তব্য করেন এই অলরাউন্ডার। খুশদিল বলেন, “গত ৪-৫ বছর ধরে আমি নিয়মিত বিপিএল খেলছি, এমনকি ঢাকা প্রিমিয়ার লিগেও অংশ নিয়েছি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে, পেমেন্ট নিয়ে আমাকে কখনোই কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। প্রতিবারই আমি আমার পুরো পারিশ্রমিক বুঝে পেয়েছি এবং বেশ কয়েকবার পারফরম্যান্সের জন্য বোনাসও পেয়েছি।”
বিপিএলের আসন্ন দ্বাদশ আসর শুরুর আগেই আর্থিক স্বচ্ছতার নজির গড়েছে খুশদিল শাহের বর্তমান দল রংপুর রাইডার্স। টুর্নামেন্ট শুরুর আগেই তারা খেলোয়াড়দের ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করে দিয়েছে। এ ছাড়া ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্সও নিয়মানুযায়ী ২৫ শতাংশ পারিশ্রমিক বুঝিয়ে দিয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর এমন পেশাদারিত্ব ক্রিকেটারদের মানসিক নিশ্চিন্ততা দেয় বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশের ক্রিকেট ও পরিবেশের প্রতি নিজের গভীর অনুরাগের কথা জানিয়ে খুশদিল বলেন, “প্রায় ৮-৯ বছর ধরে আমি নিয়মিত বাংলাদেশে আসছি। এখানকার মানুষ ও ক্রিকেট পরিবেশ আমার খুব পছন্দ। ভালো না লাগলে বারবার ফিরে আসতাম না। বিপিএল আমার জন্য সবসময়ই সৌভাগ্যের টুর্নামেন্ট হিসেবে কাজ করেছে। গত আসরে এখানে ভালো পারফর্ম করার সুবাদেই আমি পাকিস্তানের জাতীয় দলে ফেরার সুযোগ পেয়েছিলাম। আমার বিশ্বাস, এই বছরেও আমি সেরাটা দিয়ে দলকে জেতাতে ভূমিকা রাখতে পারব।”
রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করে এই পাকিস্তানি তারকা আরও যোগ করেন, “রংপুরের ম্যানেজমেন্ট অত্যন্ত পেশাদার ও খেলোয়াড়বান্ধব। তারা মাঠের বাইরের সব বিষয় এত সুন্দরভাবে সামলায় যে আমাদের কেবল ক্রিকেটে মন দিলেই চলে। এ ছাড়া আমি বাংলাদেশের তরুণ ক্রিকেটারদেরও খুব কাছ থেকে দেখছি। তাদের প্রতিভা দেখে আমি নিশ্চিত যে আগামী ৫-৬ বছর পর বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে।”
আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে রংপুর রাইডার্সের অন্যতম বড় ভরসা হিসেবে মাঠে নামবেন খুশদিল শাহ। মাঠের ক্রিকেটে নিজের সাফল্য ধরে রাখার পাশাপাশি দলের তরুণ সদস্যদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতেও তিনি মুখিয়ে আছেন।
